তুমি কি কখনও স্বপ্নে দেখেছো?
আমি দেখেছি-
জমাট বাঁধা সাদা ধোঁয়ার বুক চিরে,
বল্গাহীন এক কালো ঘোড়া
অদৃশ্য কোনো চাবুকের ঘায়ে যেন,
প্রবল বেগে ছুটছে।
তুমি কি কখনও স্বপ্নে দেখেছো?
আমি দেখেছি-
ভীষণ এক ঝড়, প্রকৃতি মাতাল-
প্রাণ বাঁচাতে অসহায় এক হরিণ,
ছুটে পালাতে যেয়েও থমকে দাঁড়ায়
নিজের মরা বাচ্চার সামনে।
তুমি কি কখনও স্বপ্নে দেখেছো?
আমি দেখেছি-
পাহাড়ী উপত্যকায় উন্মুক্ত প্রান্তর,
সোনালী রোদ আর সবুজের সমারোহ,
মন কাঁপানো খুব চেনা এক সুরে
চাষী মেয়ের গলায় ধানবোনার গান
তুমি কি কখনও স্বপ্নে দেখেছো?
আমি দেখেছি-
গভীর রাতে চারিদিক সুনসান-
নিঃসঙ্গ শব্দহীন কবি এক লেখার টেবিলে,
সমস্ত মুখে নিদারুন অব্যক্ত যন্ত্রণার ছাপ,
বোধহয় ভালোবাসার সদগতি।।