কালো রাত্রির মতো নির্বিকার তুমি
সবকিছু মুছে যায় ভোরের সূর্যের সাথে
নদীচরের ক্ষত মুছে যায় মুখে পলি পড়ে
জোনাকীরা নিভে যায় সারারাত জ্বলে
অশান্ত ঝড় থেমে যায় প্রবাহের শেষে
টলটলে দীঘির জল পড়ে থাকে আটপৌড়ে
একটুকরো পালক উড়ে এসে পড়ে আমার বুকে
তুচ্ছ এ স্পর্শ সত্যি হোক বা মিথ্যে
বৃষ্টির মতো নির্মল হোক না কেন অশ্রুধারা
সুখপাখিটা পালিয়েছে বুকের খাঁচা ছেড়ে
তবুও আমার মনে বজ্রপাতের পোড়া দাগ নেই
কারণ—
আমাতে তোমার আর মন নেই কোনো।