জীবনান্দের বনলতাকে আমি দেখিনি;
তার চোখের বুনো গন্ধ অনেক খুঁজেছি,
পাইনি কোথাও-
নির্জন নদীতীরে একা একা কাটিয়েছি
বহু নিঝুম সন্ধ্যা-
আবছা অন্ধকার মনে হয়েছে
বনলতার করুন ছায়াঢাকা মুখ।
সে মুখে দেখেছি এক চিলতে 'হটাৎ দেখা হওয়া' হাসি,
সে হাসিতে মমতা ছিল, লজ্জা ছিল.....
তবু জিগ্স্ করে নি, "কেমন আছেন?"
ফিরে এসেছি।
দিনের শেষে কবুতর নীড়ে ফেরে-
শ্রান্ত কবুতরের পাখায় মুখ ডুবিয়ে
অনুভব করেছি জীবনান্দের বনলতার বুকের উষ্ণতা।।