কবিতা মরে গেছে!
সময়ের তিলতিল অত্যাচার আর শোষণে
আমার কবিতা মরে গেছে।
আমার কবিতা ছিল,
ধু ধু প্রান্তরের মতো নিঃসঙ্গ;
আমার কবিতা ছিল,
সদ্য পাওয়া যৌবনের মতো অশান্ত-
আমার কবিতা ছিল,
সবুজ গাছের মতো তরতাজা;
আমার কবিতা ছিল,
ছন্দ লয়ে ছুটে চলা স্রোতস্বিনীর উর্মিমালা;
আমার কবিতা ছিল,
কালবোশেখীর ঝড়ের মতো উদ্দাম;
কর্মিল সৃষ্টিসুখের উল্লাসে
আপনার নৃত্যবেগে মাতিয়ে তুলতো প্রকৃতি।
আমার সেই কবিতা মোরে গেছে।
সভ্যতার তীব্র আধুনিকতা
তার গলায় পরিয়েছে নীল ফাঁস-
বিজ্ঞানের হরিদ্রাভ মদ শুষেছে তার প্রাণবায়ু,
বিকৃত সংস্কৃতি বিষিয়েছে তার রক্ত
ধীরে ধীরে নিভে গেছে তার চোখের আলো,
আমার কবিতার ভাষা আজ থেমে গেছে।
নিস্কম্প নিথর মৃতদেহ নিয়ে
আমি বসে আছি একা।
আমার চারিদিকে কবিতার মৃত্যুশোক-
আমার স্বপ্ন, আমার হৃদয়, আমার জীবন দিয়ে গড়া,
আমার চিরসাথী কবিতা আজ মরে গেছে।।