ভিজে কান্নার সাথে ধুমায়িত অভিমান
চাপ বেঁধে জমে আছে বুকে
কবিতার অভাবে আমি
সঙ্গম করি তোমার শরীরে
শব্দ খুঁজি শঙ্খবৃন্তে
লয় খুঁজি জানুসন্ধিতে
ভিজে মাটি নিয়ে
সর্বাঙ্গ মলিন
একশ আট বেলপাতা
নীল আকাশ
কাশফুলের মতো মেঘ
আমি নিশ্চিত একদিন ডানা মেলে উড়ে যাব
শ্বেত পরীদের দেশে
এক টুকরো সময়
খুঁজে নিতে
একান্ত নিজস্ব
কবি আর কবিতার জন্য