হঠাৎ নিশীথে রোরুদ্যমান সেতারের তার ছিঁড়ে
থেমে যায় বাহার রাগ-
হঠাৎ আমার হৃদয়ে ছলকে ওঠে
রক্তে দারুন স্রোত-
হঠাৎ যেন ঘুম ভাঙে নিদারুন বিভীষিকায়
ঘন তরল অন্ধকার-
হঠাৎ একটা শীর্ণ কুকুর আমায় চেয়ে দেখে
নিথর নিষ্পলক চোখ-
হঠাৎ আমার চারপাশে শিশির পড়ে গুঁড়ি গুঁড়ি
ঘাসের মুখে ঝিকমিকে হীরের কুচি-
হঠাৎ পড়ন্ত বিকেল আমায় জাপ্টে ধরে
কি জানি কিসের তাড়নায়-
হঠাৎ সূর্য্যের আলো জলে পড়ে চিকচিক করে
চোখে ভীষণ ধাঁধা লাগে-
জীবনের রোজনামচা বয়ে চলে ছায়াছবির মতো
কিন্তু দশদিকের কোথাও তোমায় দেখতে পাই না।।