গোধূলীর আলো ফিকে হয়,
তবু বয়ে যায় সেই চেনা সময়
ছিল যেটা স্বপ্নের আমবাগান,
আজকে সবাই জানে কংক্রিটের জঙ্গল।
দেঁতো হাসিতে কুশল মঙ্গল,
স্বাস্থ্য সচেতন জিজ্ঞাসা জ্ঞাপন
ছিঁড়ে যাওয়া শিকড়ের ফাঁকে - শ্রাবণের জল।
অলীক সিংহাসন আর দুর্লভ রাজপাট,
শীতের ভোরে ঢেলেছিলাম তাজা খেজুরের রস-
দেখিনি তার মুষ্ঠিবদ্ধ হাত।
রেখাবিহীন হাতে ভাগ্য লেখার চেষ্টা অবিরল
ছন্নছাড়া মন চোখ নামায়;
চক্রাকারে গতিহীন অদম্য জেদ
বদ্ধ উন্মাদ আমি, কে থামায়।