[আর একবার জন্ম নিলাম]
বুলবুল, আমি কি তলিয়ে যাচ্ছি?
বোধহয় তলিয়েই যেতাম তোমায় না দেখলে।
আমার চারপাশে অদ্ভুত স্তব্ধতা-
তোমার মাঝে সমস্ত প্রকৃতি সীমিত
তোমার পায়ের ছন্দে কালের স্রোত
তোমার গায়ের রঙে সূর্য্যের ঔজ্জ্বল্য
তোমার নিষ্পাপ কালো চোখে স্তব্ধ প্রকৃতির গতিমা।
নিজের মাঝেই আমি হারিয়ে গেছিলাম,
তোমার আধারে পেলাম আমার আকৃতি-
তোমার কলতানে খুঁজে পেলাম
আমার ফুরিয়ে যাওয়া ভাষা আর লিপি।
আমার চারপাশে অদ্ভুত স্তব্ধতায়,
বোধহয় আমি তলিয়েই যেতাম তোমায় না দেখলে-
তোমায় দুহাতে আঁকড়ে ধরে পেলাম
আমার আলোর নতুন দিশারী...