শুনেছি সমুদ্র নেয় না কিছুই,
সিল্কের রুমালখানা ফেলে তাই জলে
ঢেউ গুনি অসীম কৌতূহলে,
এক - দুই - তিন
ঐ - ঐতো এসেছে ফিরে
এরপর শুধুই নামা আর ওঠা-
একবার ইচ্ছে হলো প্রাণটাও দিতে ছুঁড়ে
দেখি না আসে কিনা ফিরে।
তারপর কেটে গেছে দুটো দিন!
দ্রুতগামী বাসে চেপে ফেরার দিন
হিসাব কষি মনে - কি এলাম ফেলে।
মনে তো পড়ে না কিছুই - বরং
এনেছি অনেক বোঝাই করে,
তবে!!
বাড়ি ফিরে, ঘরে ঢুকে চমকে উঠি
ক্যালেন্ডারে চোখ পড়তেই পলকে-
সাগর সকলই দিয়েছে ফিরে,
শুধু নিয়েছে মুছে দুটো দিন,
আমার জীবন থেকে !!
শুধু দুটো দিন এসেছি ফেলে সাগর সৈকতে।