জানলায় ভারী পর্দা ঝুলছে-
এপাশে ঝলমলে আলো,
ওপাশে গাঢ় অন্ধকার।
**********
টেবিলের ওপর কাঁটাভরা ক্যাকটাস
দাঁড়িয়ে আছে চুপটি করে-
যেন এক বিষাক্ত শুঁয়োপোকা।
**********
বইয়ের পাতাটা খোলা পড়ে আছে,
বাতাসে উড়ছে ফর ফর করে-
যেন অপেক্ষায় আছে কোনো পাঠকের।
**********
দু আঙুলের ফাঁকে ধরা সিগারেট
নিশ্চিন্তে পুড়ে চলেছে একাকী-
কুন্ডলী পাকানো ধোঁয়ায় আচ্ছন্ন ভবিষ্যৎ।
**********
সবকিছু এলোমেলো - এ কবিতাও,
নেই তাতে ছন্দ, নেই প্রাণ-
সব আজ অপেক্ষায় আছে শুধু,
অজানা কোনো সুরকারের।।