আমি আমার কথা তুলে নিচ্ছি,
আমি বলেছিলাম, ক্যাসপার তুমি
রেস্ট ইন পিস।
যে শিশুটি নিতান্তই নিষ্পাপ, জগতের
সকল আঁধার আর গুবরে পোকার দল
তার কচি হৃদয়ে বাসা বাঁধেনি তখন, অথচ
অজানা বিভীষিকাময় ঘাতকের দল তার ছোট্ট
দেহখানিতে বাঁধতে দেয়নি হিমোগ্লোবিনের কণা।
আমি তাকে কি করে বলি, বাছা তুমি শান্তিতে ঘুমাও।
আহ! কি যন্ত্রণা! কি তীব্র মৃত্যু যন্ত্রণা অতটুকুন মানব শরীরে।
আমি আমার কথা তুলে নিচ্ছি,
আমি বলেছিলাম, ক্যাসপার ফিরে আসবেই।
মায়াজালের জাদুকরী ভেলকিতে, মুখ ফসকে
কি কুলক্ষণেই না বলেছিলাম, ফিরে আসো বাছা। ফিরে আসো।
কোরাস গানে সুর তুলেছিলাম, ফেইস বুকের পাতায় পাতায়।
যে রক্তের স্রোত ধারায় আগেই সে ভেসে গেছে না
ফেরার দেশে, চোখের সামনে যার সন্তানের মৃত্যুর কোলে
ঢোলে পড়ার করুন যবনিকা, তার মুখের দিকে তাকিয়ে
আমি কি জবাব দেব আজ?
এ কেমন নিয়তি, মায়ের বুক থেকে কেড়ে নিয়ে
স্বর্গোদ্যানের ফুলদানীতে ঝরে পড়া কুঁড়িতে ফুলশয্যা?
ধিক মানব তোমায়। কেবল মায়ার বাঁধনে বেঁধে, মৃত্যুকে
বেঁধে রাখার কি নির্মম পরিহাস।
ওহে পরম করুনাময় সর্বশক্তিমান, তোমার দরবারে
আজ নেই কোন নালিশ জানাবার, অভিসম্পাত যা
দেবার দেও, মাথা পেতে নিচ্ছি। তবুও দোহাই তোমার,
হে বাগানের মালি, আগাছা নিড়াবার ছলে আর একটিও
অস্ফুট গোলাপের কুঁড়ি তুমি নিওনা তুলে।