কবিতা তুই একটা নস্টা,
তুই নির্মম, স্মৃতি ভ্রস্টা।
তুই নিমজ্জনের পথ দ্রষ্টা,  
তুই প্রেম অনুরাগের স্রষ্টা।

তুই প্রেমের ঘরে বাতি,
তুই জ্বালাস দিবা রাতি।
তুই দুষ্টু মনের হাসি,  
তুই বাড়াস বুকের কাশি।

তুই বৃষ্টি রাতের তান,  
তুই ছম ছমা ছম গান।    
তুই  উদাম গায়ের ঘাম,
তুই নিল একটা খাম।

তুই নুপুর পায়ে নৃত্য,
তুই গোলক ধাঁধার বৃত্ত।
তুই চন্দ্র মুখী হাসি,
তুই প্রেমের গলায় ফাঁসি।

তুই সবুজ মনের গতি,
তুই মাঝ বয়সের রতি।
তুই দিঘল কাল চুল,
তুই অমার্জনীয় ভুল।

তুই ছেলে বেলার খেলা,
তুই গাঁয়ের চৈত্র মেলা।
তুই শিশির দূর্বা ঘাসে,
তুই রাঙাস ফাগুন মাসে।

তুই বরফ গলা ধ্বসে,
তুই বিষ্ণু দেবের বশে।
তুই কাম বাসনায় লিপ্ত,
তুই যুবা বয়সে ক্ষিপ্ত।
  
তুই নিত্য জাগাস ব্যাথা,
তুই অবুঝ মনের কথা।
তুই দূর আকাশের তারা,
তাই আজ হলাম ঘরছাড়া।