সবখানেতেই ছড়িয়ে পড়েছে
সামাজিক চর্ম রোগ,
সহপাঠিনী ভগ্নিরা আজ  
যৌন লিপ্সুদের ভোগ।

লুন্ঠিত হয় মায়ের সম্ভ্রম
উচ্চ বিদ্যাপিঠে,  
সমাজপতিরা চক্ষু মুদিয়া
চলিছেন উটের পিঠে।

কন্যার চোখে ঘৃণা দেখিয়া
পিতার মাথা নত,
কুলাঙ্গার আর জারজ গুলি
যদি বিনাশ হত।

একাত্তরের হায়নারা আজ
ভিন্ন মুখোশ আঁটে,
সুশীলসমাজ তকমা লাগায়
কি লাভ এসব ঘেঁটে।

প্রগতি আর প্রতিক্রিয়া-শীলেরা
তর্কে তুফান তোলে,
লুন্ঠিত সম্ভ্রম শরিয়তি আইনে
কোন কি বিধান মেলে?

নেকড়ে আর হায়নাদের
সংখ্যা যতই হোক,
ভিড়ের মাঝে লুকিয়ে থাকা
ওরা রক্ত পিপাসু জোঁক।  

জননী জায়া স্তম্ভিত আজ
সুপ্ত তাদের ক্ষোভ,
জাগো বাঙালি জাগো আজ
জাগ্রত হোক বোধ।