পিরিতির গন্ধে বন্ধু
ঘুম যে না আসে,      
ফুটিল ফুল তবু
তুমি নাই পাশে।
    
পূর্ণিমার রাত্রে বন্ধু
ভরা জোয়ার গাঙ্গে,
ঝিঁঝিঁ পোকার ডাকে
স্বপ্ন আমার ভাঙ্গে।    

কোকিলের কুহুতানে
বসন্ত বায়ু আসে,
ভাটিরও টানে সইল
ভাঙ্গা নাও ভাসে।

সাগরের জলেতে বন্ধু
নোনতা নোনতা লাগে,
প্রেমের জোয়ারেও কেন
মুখে পানসে লাগে।

ডুবিলেও ভাইস্যা ওঠে
প্রেমের জোয়ান মর্দা,  
পানেতে মিশাওনা সখি
একটু  প্রেমের জর্দা।

প্রেমের খাতার পাতাগুলি  
রইল কেবল সাদা,
তবে কেন অমাবস্যায়
গায়ে কলঙ্কেরও কাদা।

সাদা মনে রাঙ্গাও সখি
একটু প্রেমের আলতা,
গাঁয়ের সালিশ বৈঠকে
ভাঙল নিমের ডালটা।

তোমার মায়ে সেই দশকে
দিয়েছিল জবান,
তবে কেন জ্বলছে আজ
প্রেম-সমাধিতে লোবান।