পাসপোর্ট নেই
তাই তোমাকে ছেড়ে চলেযাবো
কখনো ভাবিনা।
বিশ্বাস করো
মেঘের পাসপোর্ট লাগে না।