ভেজা চোখ দুটো আমার
এতদিন যত্ন করে
তুলে রেখেছিলাম
রান্নঘরের আলমারিতে
ভেবেছিলাম পেঁয়াজ কাটার ছলে
একদিন বের করে
ধুয়ে মুছে আবার রেখে দিবো
ছুটির আগে তোমার ফিরে আসা
সোডলিলি গাছের পাতায়
জমে থাকা
রোদের সাথে মিশে আছে
বিকালের দুরস্ত দ্রাঘিমা
পেন্সিল দিয়ে
আঁকা ঘড়ির কাঁটায়
ভুল অংকের তুরুম বুনছে।