স্বপ্ন দিয়ে দেখছি তোমার
স্বপ্নভরা মুখ
আমার বুকে লেগে আছে
দারুণ সব অসুখ।