একদিন শুভ সকাল
বলার জন্য খুব ভোরে
ঘুম থেকে উঠে
গোলাপের শহরে
গিয়ে দেখি
স্ট্যাপেলিয়ার কাঁটায়
ঠেস দিয়ে রাত নেমেছে।