পলকে লুকিয়েছো
এখানে এই পাহাড়ে
সবুজের আড়ালে
স্নিগ্ধ সাঙ্গু
পরাজিত পম্পা
চাই না তোমার অনুকম্পা।