ফিটনেস বিহীন ঘড়ির কাঁটায়
মেঘ নেমেছে খুব
আজ যাবো না ধান কুড়োতে
আকঁবো তোমার মুখ।
পাসওয়ার্ড দেওয়া জল রং এ
কাঁদা লেগে আছে
আমার নামটি এঁকে দিবো
তোমার নামের কাছে।
মেমোরি কার্ডের বুক পকেটে
হারিয়ে গেছে স্মৃতি
আগাম ধানের বীজতলায়
লুকিয়ে আছে ঋতি।