দিন ও রাত সিদ্ধান্ত নিল
তারা দেখা করবে,
পার্কে বসে বাদাম খাবে অনেকক্ষণ।
দিন গিয়ে দেখে রাত আসেনি
রাত দেখলো দিন কথা রাখেনি।
তাদের ঠিকই দেখা হয়েছিল সন্ধ্যায়।