আকাশে ছায়া মেখে রেখেছে
বিষাদ মাখা রোদ।
আমাকে চোখে রেখে
আই লাইনার দিয়ে চোখে
লিখছো রাত জাগার কবিতা।
উপমা বহুল একটি সাদা পৃষ্ঠা
ঘুড়ি হয়ে উড়তে গিয়ে
পথ হারিয়ে
নিখোঁজ সংবাদ লিখছে।