অচেনা আমি তোমার পাশে
দাঁড়িয়ে আছি
রাতের অনুবাদ ভেঙে
আমার হাতে কোনো
পাপ লেগে নেই।
মই দিয়ে উঠছি
অচেনা শহরের ছাদে
এখানে কোনো অপেক্ষার
ল্যাম্পপোস্ট নেই।
কিছুই নেই।
গর্তভরা জেব্রাক্রসিং এ
ক্রমশ ডুবে যাচ্ছি
ক্ল‍্যামোফ্লেজের পাঠশালায়।