হাতের ছোঁয়ায়
মাটি পায় প্রাণ
যা বয়ে নিয়ে চলি
হাট বারে তৃতীয় সংস্করণে
যাওয়া বটগাছের নিচে
পৃথিবীর বর্ষপূর্তি সভায়
আমিও একজন ভেবে
আনন্দ নিয়ে
বিক্রি করি আমার পুনর্মুদ্রণ।