জাদুকরের কবুতরের মতো অদৃশ্য তুমি
অদৃশ্য হওয়ার কথা ছিলো কিছু হতাশার
নিঃশব্দে পার হচ্ছে প্রিয় বিকেল
সন্ধ্যার সর্ম্পকবিহীন মৃদু আলো
আয়োজিত উৎসুক স্বপ্নসম্ভারে
দিচ্ছে ভাঙনের প্রতিশ্রুতি
হতাশার বানান কখনো ভুল হয় না
ফেরার গলিতে ঝুলে থাকে একটি জানালা
তারপর তপস্যা ভাঙ্গার ব্রত
তারপর ভোর হলে কিছু
আলোকবর্ষ দূরের সূর্যটাকে খুঁজতে হচ্ছে...