যেন এক খন্ড স্নিগ্ধ রোদ দাঁড়িয়ে আছে
দাঁড়ি কমা দেওয়া কবিতার খাতায়।
এখানে মেঘেরা সুন্দর
ক্রমশ প্রাচীন হয়ে যাওয়া সন্ধ্যা তারারা
নদীর ওপারে ক্লান্ত নৌকার সাথে
স্থির হয়ে আছে, অফিস ফেরত জলধারায়।

বর্ণমালা পরিচিতি বই নিয়ে পড়তে বসা
মাছ শিশু নিজের ভাষায়
কথা বলতে চায়।
সার্বভৌমত্ব ফেরত পাওয়া নিয়ে
উচ্ছ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি
ম্যাকাও পাখি প্রতিজ্ঞা করেছে
সে আর পার্লারে যাবে না।
অভিবাসন প্রত্যাশী চড়ুই পাখিদের
দাবি পূর্ণ হয়েছে।
আকাশটা এখন সবার।