হৃদয়বায়ুর মতো তুমি
মিশে আছো
যেন শেষ হেমন্তের সোনালি ফসল
আশ্রয় ও বিস্ময়।
চোখের উঠোনে লেবু ফুলের লাবণ্য
জেগে থাকে না ফেরা পথে
ফড়িং ডানায় ফিরে আসি
তোমার গোপন বিস্ময় বাগানে।
পায়ের পাতা ছুঁয়ে যাওয়া
ছড়াটিও জানে
আমার হৃদয়বায়ু আসে
তোমার নিশ্বাসের উত্তরে।