তোমার কী মন খারাপ হয় না
যেমন, জোনাকির নিজস্ব আঁধার
নীল আলোয় পুড়ে যায় শরীর
আহত নদী আর বিষণ্ণ পাহাড়।