প্রকাশ্যে চুমু খাওয়ার অপরাধে
দণ্ড হবে জেনেও তোমার
কাজলহীন চোখের দিকে তাকিয়ে ছিলাম
গ্রাম্য দুটি চোখে ছিল না
নাগরিক রং
যেন শান্ত মেঠো পথ
হলুদ-সোনালি ধান খেতের
মাঝ দিয়ে হেঁটে গেছে বহুদূর
অনেক হেঁটে রাস্তার পাশে
একটি কমবয়স্ক বট গাছ
নিজেকে বুড়ো ভাবছে
আর আমি নিচে শান্তিতে বসে আছি
তোমার চোখের পথে
তুমি নিজেও একদিন হারিয়ে যাবে।