একদিন হঠাৎ ভাবলে
আমার মুখটি আঁকবে।
আমি রং দিলাম
তুমি এঁকে দিলে।