আসতেও পার, যেতেও পার
অপেক্ষা নিয়ে থেমে থাকবে না শিশির ঝরা,
অ হতে চন্দ্রবিন্দু পর্যন্ত জানি
বুঝতে চেয়ে তাই, হবে না তোমার মনপড়া।