পাহাড়ের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে
আঁদ্র নদী
যেন কিশোরীর নতুন শাড়ি
শেষ বিকেলে ঘুমিয়ে আছে জুমের ফসল
আর সে ডানা মেলে দিয়েছে অপরাজিতার
বাগানে।