হঠাৎ তোমাকে পেয়ে
একবেলা বিকেল
কফির মগে বন্দি হয়ে গেলো।
বসে আছো মুখোমুখি
তোমার বন্ধু হলদে রোদের
ব্যস্ত উকিঝুকি।
কাঁচের দেয়াল অবৈধ
ভাবে মাড়িয়ে
চারপাশে ছোটাছুটি তোমাকে নিয়ে,
ভাবছে কিছুটা আলো দিবে
তোমার মুখে।
ও লেবেল পাশ করা
হলদে রোদ কী জানে
কালো রং নিয়ে তুমি বসে
আছো পৃথিবীর
সব সৌন্দর্য নিয়ে।