দূরে যেতে ইচ্ছে করে
খুব দূরে
অনেকক্ষণ তোমার হাতটি ধরে।
এক সময় বলবে একটু
অবসর দাও
তালু ঘেমে আছে।
সাঁতার না জানা হেলেটিও
একদিন অনেক দূরে যায়।
যতটুকু গেলে ট্রেনের ভাড়া
অনেক বেশি।
তারপর আর ফেরা হয় না
খুচরো টাকার অভাবে।
আমি তোমার হাতটা
অনেকক্ষণ ধরে রাখতে চাই
যতটুকু গেলে ট্রেনের ভাড়া অনেক বেশি।