গুণে গুণে দশটি ফুল
দশটি পাখির
নাম বলতে গিয়ে মনে
পড়লো তোমার নামটি
বাদ পড়েছে।


এর পর থেকে
রোজ দু'বার করে
তোমার নামটি
লিখেছি গাছের বাকলে
অথবা তাল পাতায়।


প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়
শব্দহীন বাকল-তালপাতা
ভিডিও কনফারেন্সে উদ্ভোধন
হয় লুপ্ত নগর- চর্যাপুর।

8
চর্যাপুর স্কুলে এক ছাত্র ভবিষ্যতে কবি হবে।
সে আজ পড়া বলতে পারে নি।
দশটি ফুল ও দশটি পাখির নাম।