১
গুণে গুণে দশটি ফুল
দশটি পাখির
নাম বলতে গিয়ে মনে
পড়লো তোমার নামটি
বাদ পড়েছে।
২
এর পর থেকে
রোজ দু'বার করে
তোমার নামটি
লিখেছি গাছের বাকলে
অথবা তাল পাতায়।
৩
প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়
শব্দহীন বাকল-তালপাতা
ভিডিও কনফারেন্সে উদ্ভোধন
হয় লুপ্ত নগর- চর্যাপুর।
8
চর্যাপুর স্কুলে এক ছাত্র ভবিষ্যতে কবি হবে।
সে আজ পড়া বলতে পারে নি।
দশটি ফুল ও দশটি পাখির নাম।