অতীতের আকাশটা মুছে
মিছে একটি সংবাদ লিখছি
তোমার সাথে দেখা করার জন্য।

সূর্যেরও জমজ ভাই-বোন আছে
সে সংবাদ তোমাকে দেওয়া হয়নি এতকাল
তারা থাকে দূরে।

জানি এই সংবাদ শুনে
তুমি পুনরায় ছুটে আসবে
আসামি রায় শুনে উকিল বাড়িতে ছুটে যেমন। তোমারও জমজ জন্ম আছে
তারা থাকে দূরে
জানোতো, সূর্যের পাশের বাসায় আমি থাকি।