পৃথিবীর আলো হাওয়া
বেড়ে উঠুক একটি সকাল
শেখরহীন একটি গোলাপ
তোমায় দিতাম, যদি সকাল
বেঁচে থাকতো দিনের ভেতর।
কেউ জানেই না একটি দিন
চেয়েছিলো রাত হতে।