মেঘের গায়ে বহুজাতিক কোম্পানির
পণ্যচিহ্ন
আমি গাঁয়ে কৃষক
আকাশজলে স্নানের অপেক্ষায় আছি
বন্ধ্যা বসন্ত হতে
যেন অচেনা স্টেশনে দাড়িয়ে আছি
চেনা মালাপুকুর পাড়ে
যেখানে শোল মাছেরা সুপার শপে
যাওয়ার টিকেট হাতে
এতোকিছুর পরেও
একটি কৃষ্ণচূড়া গাছ লিপস্টিক মেখে
গলির মুখে দাড়িয়ে আছে।