ছোটোবেলায় অংকের খাতায়
শূন্য পাওয়ার মতো তোমার
মুখটি বিস্ময়ে ভরা।
সে বিস্ময় কেটেছে
ক্যালেন্ডারের পৃষ্ঠা গুলো দিয়ে
খাতার মলাট বাঁধার পর
এবং খেলনার দোকানে
প্লাস্টিকের ও পোড়ামাটির
পুতুল পাশাপাশি দেখে।