বসন্তের আগমনেই
যেন বর্ষার আগমন
কি করি কি করি ভেবে
না পেরে শেষ-মেষ
রঙবেরঙের কাগজ
এনে নৌকা বানিয়ে
জলেই ভাসালাম।
নৌকা আপন মনে
জলের বুকে ভেসে চলে।
এই নৌকা আমাদের
কতকি না সেখায়
মাঝি নেই, হাল নেই
দাড় নেই, তবুও চলে
আনমনে দ্রুত গতিতে।
একটা সময় ডুবে যায়
তাও থাকে তার সম্মান।
সে নিজে ডুববে জেনেই
হয়তো আমাদের নেয় না
তার বুকের মাঝে,
এতেই তার সার্থকতা।
রচনাকালঃ ০২/০৩/২০১৬