ফাগুন হাওয়ায় হাওয়ায়
বসন্ত এসে গেছে
আম্র মুকুলে মৌমাছি সব
করিছে ভন ভন
ফাগুনে আগুন ছড়ায়
পলাশ- শিমুল বন।
গাছে গাছে নতুন পাতা
পেয়েছে যৌবন রূপ
ঋতুরাজ বসন্ত যেন
একেবারেই চুপ ।
ভক্তি ভরে উপবাসে
পালিত শিবরাত্রি
রঙের ভেলায় মাতবে সবাই
রঙের উৎসব যে হোলি।
বছর শেষে মাতবো আবার
বাসন্তী দেবীর আগমনে
নীলপূজা ও চড়ক পূজাও
করবে সবাই নিষ্ঠা ভরে।
বছর শেষে ঋতুর শেষের
চৈত্র সংক্রান্তি
বিরহ শেষে আসবে আবার
নববর্ষের আগমনী।
রচনাকালঃ ০৬/০৩/২০১৬