সারাদিন কাজের ফাঁকেই কবিতার
নানা লাইন মাথায় ঘুরপাক খায়
আর যখন সময় পায়, খাতা খুলে বসি
তখন মনে হয় লাইনগুলো যদি ঠিক হয়
তবেই কবিতা মনে হবে।
আচ্ছা কবিতা কাকে বলে ?
প্রবল রক্তচাপ বেড়ে যায়
এবার কি করা উচিত আমার।
সঠিক উত্তরের আশায় কাউকে
মানে কোন কবিবন্ধুকে চাট করব
আবার প্রশ্ন জাগে মনে-
কবি কাকে বলে ?
আমরাতো রবীন্দ্রনাথ, সুকুমার
জীবনানন্দ, সুকান্ত, নজরুল এনাদের
কবি হিসাবে জেনে-বুঝে এসেছি।
এখনতো আমরা নিজেদের কবি বলি
বলুনতো- সত্যি কি আমরা কবি ?
নাকি সব নিজের মনের জলছবি?
এসব ভেবে ভেবে শুধুই ডিপ্রেশন
ডিপ্রেশন আর ডিপ্রেশন !
ফলে কবিতার বদলে হয়
শুধুই অকবিতা।
রচনাকালঃ২৬/০২/২০১৬