বিরহ বেদনা অশেষ যাতনা
সহিতে না পারে কেহ
হৃদয়েতে জ্বলে অন্তর অনলে
ছাই হয়ে যায় দেহ।
শ্যাম বিরহে রাধা
সন্তান বিরহে মাতা
স্বামী বিরহে সতী নারী
শুধুই কেঁদে মরে।
প্রভু বিরহে ভক্ত পাগল
কৃষ্ণ বিরহে মীরা যোগী হল।
দুগ্ধ বিরহে শিশু কাঁদে
অনাহারে কত পথ শিশু মরে।
ধনের বিরহে ধনীর আর
ধনীর বিরহ সিংহাসনের।
অনাথের বিরহ সারাজীবন
কভু কারো পদবী না পেল।
মদ বিরহে মাতাল
জল বিরহে চাতক
প্রেম বিরহে প্রেমিক-প্রেমিকা
শুধুই জ্বলে পুড়ে মরে।
বিরহ বিরহ বিরহ
বিরহ আছে সবাকার মনে
বিরহ হতে প্রকৃতি রক্ষা নাহি পাবে।
রচনাকালঃ ১১/০২/২০১৬