পৃথিবীর ‘এক ভাগ স্থল
আর তিন ভাগ জল’
না দিয়ে বিধাতা যদি
‘তিন ভাগ স্থল আর
এক ভাগ জল’ দিতেন
তবে বোধহয় মানুষে মানুষে
জমি দখলের এত লড়াই
হানাহানি কিছুই হত না।
সকলেই অধিক সম্পত্তির
মালিকানা ভোগ করতেন,
ফলে অন্তত কিছু পরিমান
হিংসা- দ্বেষ-খুন কম হত।
বিধাতা একটু ভেবে দেখুন
হিসাব কি তবে ভুল ছিল ?
নাকি মানুষ হয়ে বিধাতার
ভুল ধরার ঔধত্ত্বই ভুল?
রচনাকালঃ ১০/০২/২০১৬