আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
হিসাবে ২১শে ফেব্রুয়ারী স্বীকৃত।
বহু মণীষীর পদচারণায় এদিন
পদযাত্রা,মাল্যদান,গান, নাচ,আবৃত্তি
ও কিছু কথা দিয়ে পালিত হয়।
ছাত্র-ছাত্রীরাও অংশ নিয়ে থাকে।
আজ-কালতো বিঞ্জাপনের যুগ তাই
কেউ ভুলতে চাইলেও ভুলতে পারেনা
টিভি ও পোষ্টারে মাধ্যমে জেনেই যায়।
তবুও অনেক সময় লম্বা লাইন দেখে
ভাবি কিসের লাইন, মিছিলতো নয়
তবে এটা কি?
তখনই শরীরটা ঝাড়া মেরে ওঠে
জাগে একটা চেতনা, শহীদের আত্মদান
বাংলার বুকে বাংলাকে বাঁচাতে
ফুলের অর্ঘে তোমাদের স্মরণ করি
ভুলেও ভুলবোনা কখনই মোরা
কেননা আমরা বাংলা ভাষী।
রচনাকালঃ ২১/০২/২০১৬