সকলের মাঝে থেকেও আজ আমি
বড্ড একা।

সকাল থেকে রাত পর্যন্ত সংসার সামলানো
খেওয়া –দাওয়া, কত মানুষের সাথে
আলাপ-পরিচয়, হাসি- ঠাট্টা তবুও
বড্ড একা।

ঘরে শ্বশুর-শ্বাশুড়ী-স্বামী –সন্তান
পোষা টিয়া-ডগি-বিল্লি-হাতের কাজ
ফাঁক পেলে টিভি –ফোন-কম্পিউটার তবুও
বড্ড একা।

নতুন শাড়ি-গহনা পরা, বেড়াতে যাওয়া
আনন্দ-মজা, সুখ-দুঃখ সন্তানের আদর
দুষ্টুমি-পড়াশুনা- নাচ –গান-আঁকা তবুও
বড্ড একা।

রাতের শোবার খাট-বিছানা-বালিশ-লেপ
কাঁথা, নাইট ড্রেস সবই আছে শুধু নেই
মনের কথা বলার বা ভাগ করার কেউ তাই
বড্ড একা।

মনের কথা মনে চেপে রেখে হয়েছি রাগি
ভালোবাসা-দুঃখ-আশা সব পরিনত হয়েছে
ঘোর অভিমানে,যাকে সকলে অহংকার-জেদ বলে তাই
বড্ড একা।

সব কিছু হজম করে কারো মুখ চেয়ে আর
সন্তানের মুখের দিকে তাকিয়ে টিকে থাকা
চোখের জলও শুকিয়ে ফেলেছি তাই তো আমি
বড্ড একা।

এই একাকীত্ব আমার সংসার-শাড়ি-গহনা
মুখের হাসি, আনন্দ, এমনকি রাতের বালিশটাও
ভাগ করে নিতে পারেনি, জীবনের এই মোড়ে আমি
বড্ড একা।




রচনাকালঃ ১০/০২/২০১৬