মাটি চাই, জল চাই
সার চাই আর চাই আলো।
তবে গাছ তাড়াতাড়ি বড় হবে
এসব একটু জেনে রাখা ভালো।।
বড়ো হলেই রঙীন রঙীন ফুল পাবো
আর পাবো হরেক রকম ফল।
কোন গাছ শীতল ছায়া দেবে
কোন গাছের ফলে পাবো জল।।
টক ,ঝাল, মিষ্টি ফল বা সব্জি
যা কিছুই মোদের চাওয়া।
সব কিছুই ছোট-বড় গাছেদের
কাছে যাবেই পাওয়া।।
এছাড়াও জ্বালানী, নানাবিধ ঔষধ
যা খাওয়া বা যাই চাওনা।
ভগবান সব কিছুরই দিয়েছেন
যেন গাছেদের কাছে বায়না।।
গাছের শিকড় মাটিকে সাথে
মিলে বজায় রাখবে ভারসাম্য।
অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচাবে
গাছ  শত্রু নয় প্রকৃত বন্ধু জেনো।।


রচনাকালঃ ২০/০৪/২০১৫