আমার ছোট্ট মেয়ে সোনাই
নার্সারীতে পড়ে,
কে ফর কাইট মানে
ঘুড়ি নয় ঘড়ি বলে।
এত বোঝায় ঘড়ি নয় ঘুড়ি
সে বলে সেটা বলে আবার কি?
বইতে পড়ি ছবিতে আঁকি
কখনো সামনে দেখি নি।
আজ বিশ্বকর্মা পূজা
ঘুড়ি ওড়ানোর দিন।
সকালে উঠেই বায়না সোনার
চলো বাবা ঘুড়ি কিনে আনি।
দোকানে ঘুড়ি না পেয়ে
শেষে বাবাই বানাল ঘুড়ি
সেই ঘুড়ি পেয়ে সোনাই
সারাদিন চলে উড়ি উড়ি।
ঘুড়ি পেয়ে বেজায় খুশি
বাবাকে বলল থ্যাঙ্কস
আর বিশ্বকর্মা ঠাকুর তুমি
খুব ভালো আমাকে দিলে
ঘুড়ি ওড়ানোর দিন উপহার।
আজকাল ঘুড়ি ওড়েনা এই
নীল আকাশের গায়
বাচ্চারা শুধুই বইতে পড়ে
অবাস্তব ভাবে তাই।
তবুও ভালো ঠাকুরের কারনেই
অন্তত এই দিন ঘুড়ি দেখা  যায়।



রচনাকালঃ ১৮/০৯/১৫