এই জগতে সেই তো হয়
সত্যিকারের মা
পরম স্নেহে লালন করে
বোঝে মোনের কথা।
জন্ম না দিয়েও মা হওয়া যায়
মায়ের মমতায়
সেজন্যই মা যশোদা
কৃষ্ণের মা যে হয়।
সন্তান কি খাচ্ছে, কি পরছে
কি করতে পারে, সব যে
বুঝতে পারে সেই মা।
‘মা’ কথাটী ছোট্ট হলেও
মায়ের তুলনা নেই
সন্তানের জন্য জীবনপাত
করতে পারে শুধু সেই।
মা কথাটি এমনই মধুর
ডাকলে গলবে কঠিন মন
যার মা আছে তার মর্ম
বোঝে সেই জন।
মা নিঃস্বার্থে সন্তানের লাগি
ক্ষুধার্থ থেকে, রাত জেগে
বুকের শেষ রক্তবিন্দু দিয়ে
মঙ্গল কামনা করে।
আর সেই মাকেই সন্তান
পরে বৃদ্ধাশ্রমে রেখে আসে।
“এক ফোঁটা দুধের ঋণ
শোধ হবেনা কোন দিন”
মা সন্তানের মুখে তুলে দেয়
ফোঁটা ফোঁটা করে অমৃত।
কিন্তু যে মা অমৃত তুলে
না দিয়েও তার সবটূকু
দিয়ে সন্তানকে রক্ষা করে,
বড়ো করে তোলে মানুষের মত
সেও তো ‘সত্যিকারের মা’।
রচনাকালঃ ১৫/০৯/১৫