আল্লা মেঘ দে পানি দে
ছায়া দে রে, আল্লা মেঘ দে-
এই শুনে শুনে আল্লার মাথা
খারাপ হয়ে যাওয়ার অবস্তা
বাধ্য হয়ে ধরায় পাঠালেন পানি।

ও আল্লা এ কি গো এত পানি
আমরা কোথায় রাখি বলো না
গৃহহারা বানভাসি হয়ে ভেসে ভেসে
ফসলপাতি নষ্ট হয়ে আমরা এখন
চিড়ে-মুড়ি ও ত্রানে বেঁচে আছি।

তুমি দরাজ হাতে পানি দিলে
তবু খাওয়ার পানি জোটে না
তবে ধরার মানুষ তোমার কাছে
আর কখন কি পানি তবে চাইবে না?
ও আল্লা বাঁচাও সবাইকে।

তুমি মহান, তুমিই পালনকর্তা
তুমি যদি না বাঁচাও তবে
মরবে পশু, মানুষ, বুড়ো বাচ্চা।
পানির আরেক নাম জীবন, কথাটা
বানভাসির জীবনে হয়ে গেল মিথ্যা।

এখন সবাই মিলে গাইছি কেঁদে-
আল্লা রোদ দে, জল শুকিয়ে দে,
ফসল দে, মোদের মুখে খাবার দে,
বাসস্থান দে আর খাওয়ার পানি দে
আল্লা সবাইকে বাঁচার রসদ জোগান দে।


রচনাকালঃ ২৮/০৭/২০১৫